“ বিসমিল্লাহির রাহমানির রাহিম”” আসসালামুআলাইকুম,
সম্মানিত সুধী,
আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান সময়ে করোনাভাইরাস তথা কভিড নাইনটিন প্যানডেমিক এর কারণে বিশ্ব যখন স্থবিরতা সব কাজকর্ম যথাযথভাবে পরিচালনা করা সক্ষম হচ্ছে না,তেমনিভাবে আমরাও বাংলাদেশ কমিউনিটির অনেক কাজ ইচ্ছা থাকা সত্ত্বেও যথাযথ সময়ে করতে সক্ষম হয়নি,আপনাদের সবার সহযোগিতায় আমরা বাংলাদেশ কমিউনিটি দুই বছরের মেয়াদোত্তীর্ণ করেছি,এমতাবস্থায় বাংলাদেশ কমিটির সকল উপদেষ্টামণ্ডলীর বিনীতভাবে আগামী ১৫ই নভেম্বর রোজ সোমবার 6.30pm connect Hotel Galway এক আলোচনার আয়োজন করা হয়েছে,উক্ত আলোচনায় আপনাদের সবার উপস্থিতি একান্ত কাম্য,আমাদের নতুন প্রজন্মের কথা চিন্তা করে হলেও সবাই আসবেন এটাই প্রত্যাশা,
তারিখ:১৫ই নভেম্বর রোজ সোমবার
সময়:সাড়ে ছয় ঘটিকায় 6.30pm
connect Hotel Galway
রেস্ট্রিকশন এর কারনে দয়া করে সবাই ভ্যাকসিন কার্ড এবং আইডি সাথে করে নিয়ে আসবেন প্লিজ
আলোচনার বিষয়!!
আগামী কমিনিটি গঠন নিয়ে খোলামেলা আলোচনা!!
শুভেচ্ছান্তে,
আজিমুল হোসেন আজিম- 0879261137
সভাপতি
বাংলাদেশ কমিউনিটি গলওয়ে এবং
জহিরুল ইসলাম চৌধুরী (রাজু)- 0861581104
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কমিউনিটি গলওয়ে।