বাংলাদেশ কমিউনিটি গলওয়ের
সাধারণ নির্বাচন ২০২২ ইং
সূধী,
আসসালামু আলাইকুম। আসছে আগামী ১৯শে এপ্রিল ২০২২ ইং, রোজ – মঙ্গলবার বাংলাদেশ কমিউনিটি,গলওয়ের নির্বাচন কমিশন কর্তৃক একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
স্থানঃ
Kozpresso Caffee
Unit – 2
Glenrock Business Park
Ballybane
Co.Galway.
( মোজাম্মেল হক খান লিটন ভাইয়ের রেস্টুরেন্ট)
সময়ঃ বিকেল ৪.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত।
আলচ্য বিষয়ঃ
** নির্বাচন কমিশনারদের পরিচিতি।
** নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ।
উক্ত সভায় কমিউনিটির সকল সদস্য বৃন্দ কে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিঃ দ্রঃ বাংলাদেশ কমিউনিটি, গলওয়ে কর্তৃক রিভার সাইড মসজিদে ইফতারের বিশেষ ব্যবস্থা থাকবে।
ধন্যবাদান্তে,
নির্বাচন কমিশন
বাংলাদেশ কমিউনিটি
গলওয়ে।