পাসপোর্ট সার্জারীঃ পাসপোর্ট সার্জারীঃ পাসপোর্ট সার্জারীঃ
গলওয়েস্থ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত পাসপোর্ট সার্জারীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন হতে দূতাবাসের কর্মকর্তারা আয়ারল্যান্ডের কাউন্টি গলওয়েতে সেবা দেওয়ার জন্য আগামী ১০/১১/১৮ শনিবার দুপুর: ১২ টা থেকে ২০:০০ ও ১১/১১/১৮ রবিবার সকাল ৯ টা হইতে সন্ধ্যা ১৩:০০ ঘটিকা পর্যন্ত সেবা প্রদান করিবেন।
সেবা সমূহঃ পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ, আইরিশ পাসপোর্টের জন্য নো ভিসা রিকয়ার্ড সীল, এফিডেভিট, জন্মসনদ সত্যায়িত এবং পাওয়ার এটর্নি সহ আরো অন্যান্য সেবা সমূহ প্রদান করা হবে। যে কোনো ধরণের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে (ভিসা, মাষ্টার এবং লেজার কার্ড) সার্ভিস চার্জ গ্রহণ করা যাবে।
স্থানঃ Maldron Hotel Oranmore Galway ( H91 K7FA)
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ
#আজিমঃ ০৮৭৯২৬১১৩৭, #কবিরঃ ০৮৬১৭৭৯০০৯ #শিবলী:- ০৮৯২১১৭৮৬৯, #কাশেমঃ ০৮৯৪৬২২৭৮৪ #জিয়া:-০৮৯৯৮৯০৯০৯ #সাগর:- ০৮৬৩৪৯২০৪৮ #টুকু:-০৮৯৪৫৫৩৯৬২ #সোরাব:-০৮৬৪১১২৪২৫ #সেলিমঃ ০৮৬৩৯৬৩৭৯৫ #খালেদঃ ০৮৭৬৭৮১৬৮৮।