গলওয়েতে মসজিদ নির্মানের উদ্যোগ

Home / News / গলওয়েতে মসজিদ নির্মানের উদ্যোগ

খবর বিজ্ঞপ্তি: সন্মানিত সুধী, আসলামু আলাইকুম। গলওয়ে মুসলিম কমিউনিটির উদ্যোগে নুতন মসজিদ নির্মান উপলক্ষে ১৬ই জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সময় গ্যালমন্ট হোটেলে(পুরাতন রেডিসন হোটেল) বাংলাদেশ কমিউনিটি গলওয়ের উদ্যোগে মসজিদ কমিটির নেতৃবন্দের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় বাংলাদেশ কমিউনিটি গলওয়ের পক্ষ থেকে গলওয়ে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। অনুরোধক্রমে গলওয়ে বাংলাদেশ কমিউনিটি,আয়ারল্যান্ড।

News Link: https://www.dailynagorik.com/archives/7694

Top Donors

    Choose Language»